• আপডেট পোষ্ট

    Sunday, April 16, 2017

    মা’য়ের জন্য মন কাঁদে


    মা’য়ের জন্য মন কাঁদে /// শফিক তপন 

    মাগো আমি কতদিন দেখিনা তোমার মুখ
    তোমার কথা মনে হতেই ধকধক করে বুক ।
    তোমার বাড়ী আমার বাড়ী থেকে বহু দূরে,
    তোমার জন্য যে এ মনটা সব সময়ই পুড়ে ।
    মাগো তোমার হাজার স্মৃতি এ বুকের মাঝে,
    আমার সাথে কথা কয় সকাল দুঁপুর সাঁঝে ।
    তুমি তো রয়েছ সর্বদা আমার আঁখি পাতে ।
    যেখানেই যাই তুমি যে আছ আমারই সাথে ।
    তোমার সে মুখ খানি ভাসে চোখের তাঁরায়,
    তখনই এ মনটা শুধু তোমার কাছে হারায় ।
    মনে পড়ে মাগো তোমায় খুব খুব মনে পড়ে,
    তোমার জন্য ব্যথায় আমার এ বুকটা ভরে ।
    আমার বুকটা তোমার জন্য করে হাহাকার,
    নীরবে ও নিভৃতে জলে ভরে উঠে বারবার ।
    ভাল থেক অনেক দোয়া রইল রাশি রাশি,
    মাগো মা তোমায় আমি অনেক ভালবাসি ।

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel