• আপডেট পোষ্ট

    Sunday, April 16, 2017

    সাধারন জ্ঞান

     বাংলা

    ১.  সতীদাহ প্রথা কবে রহিত হয়?
    ১৮২৯
    ১৭২৯
    ১৮৩৯
    ১৮৪৯
    উত্তর ::ক
    ২.  প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
    ঢাকা
    নয়াদিল্লী
    কলম্বো
    কাঠমান্ডু
    উত্তর ::ঘ
    ৩.  দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
    লালমনির হাট
    নীলফামারী
    কুড়িগ্রাম
    দিনাজপুর
    উত্তর ::ক
    ৪.  বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?
    দীনেশচন্দ্র সেনগুপ্ত
    সুনীতিকুমার চট্টপাধ্যয়
    মুহাম্মদ শহীদুল্লাহ
    সুকুমার সেন
    উত্তর ::ক
    ৫.  ভাষা প্রকাশ বাংলা ব্যাকরন’ কে রচনা করেন?
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    সুনিতিকুমার চট্টোপাধ্যয়
    মুহাম্মদ শহীদুল্লাহ
    মুহাম্মদ এনামুল হক
    উত্তর ::খ
    ৬.  পদাবলী’র প্রথম কবি কে?
    চন্ডীদাশ
    শ্রীচৈতন্য
    বিদ্যাপতি
    ঞ্জান দাশ
    উত্তর ::ক
    ৭.  দোভাষী পুঁথি বলতে কি বুঝায়?
    দুই ভাষায় রচিত পুথি
    কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
    তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি
    আঞ্চলিক ভাষায় রচিত পুঁথি
    উত্তর ::খ
    ৮.  সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?
    রবীন্দ্রনাথ ঠাকুর
    সতেন্দ্রনাথ দত্ত
    কাজী নজরুল ইসলাম
    জসীম উদ্দীন
    উত্তর ::ক
    ৯.  রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
    চোখেল বালি
    বলাকা
    ঘরে-বাইরে
    রক্তকবরী
    উত্তর ::ঘ
    ১০.  কোন কবিতা রচনার কারনে নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল?
    বিদ্রোহী
    আনন্দময়ীর আগমনে
    কান্ডারী হুঁশিয়ার
    অগ্রপথিক
    উত্তর ::খ
    ১১.  কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
    বাউন্ডুলের আত্নকাহিনী
    মুক্তি
    হেবা
    বিদ্রোহী
    উত্তর ::ক
    ১২.  সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?
    মোহাম্মদ নাসির উদ্দিন
    আবুল কালাম শামসুদ্দিন
    কাজী আব্দুল ওদুদ
    সিকান্দার আবু জাফর
    উত্তর ::ক
    ১৩.  সাত সাগরের মাঝি কাব্য গ্রন্থটির কবি কে?
    ফররুখ আহমদ
    আহসান হাবীব
    শামসুর রহমান
    হাসান হাফিজুর রহমান
    উত্তর ::ক

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel